এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদী রায়পুরায় আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সকল অংশিজনের সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মার্চ) বিকালে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
সভায় নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং যানজট নিরসনে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজাউল করিম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, প্রেসক্লাবের সহসভাপতি এসএম শরীফ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, মো. ফারুক মিয়া, মো. জুয়েলসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।