নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রায়পুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান।
শনিবার (৯ জুলাই) বিকালে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
ওসি আজিজুর রহমান বলেন, পবিত্র ইদুল আযহা ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সৌহার্দ্য, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সকল ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। ঈদুল আযহা সবার মধ্যে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং যতদূর সম্ভব সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহা উদযাপনের জন্য রায়পুরা বাসীর প্রতি আহ্বান জানান।