ঢাকাWednesday , 10 August 2022
  • অন্যান্য

বীরমুক্তিযোদ্ধার উপর বর্বরোচিত হামলা||প্রতিবাদে মানববন্ধন

এম নূরউদ্দিন আহমেদ
August 10, 2022 12:33 pm । ৩৪৯ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

শোকের মাসে শোকের ছায়া

নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের উপর প্রতিপক্ষের লোকজন বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

বুধবার(১০আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
জানাগেছে, গত ৫আগস্ট শুক্রবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মঈনপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও তার পরিবারের সদস্যদের উপর পূর্বপরিকল্পিত ভাবে বলে এনপির চিহ্নিত সন্ত্রাসী সামসু মেম্বার ও তার দলীয় লোকেরা দেশিয় অশ্র নিয়ে হামলা চালায়।
এসময় বীরমুক্তিযোদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানান তার পরিবার।

এ ঘটনায় দুই দিন পর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় ২৩জন কে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মেতালিব পাঠান, রায়পুরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ অহিদুজ্জামান পলাশ।
এসময় পৌর আওয়ামীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এজাজুল হক এজাজ, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, দারু মিয়াসহ জেলা উপজেলার সকল মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী সামসু মেম্বার ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে আহত হন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবার। শোকের মাসে নেমে এসেছে আরেকটি শোকের ছায়া। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এবিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।