রায়পুরা সংবাদদাতা :
নরসিংদীর রায়পুরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।
গতকাল বুধবার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ রহিমাবাদ মোড়ে অবস্হিত রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোশ্যাল এইড এর কক্ষে নরসিংদী জনপ্রিয় হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন মামুন।
এসময় উপস্থিত ছিলেন, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য সৈয়দ বিল্লাল, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস,এম শরীফ মিয়া, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আহমদুল কবির ভূইয়া এরশাদ, রায়পুরা প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সদস্য আশরাফুল ইসলাম সবুজ, স্কুলের সদস্য আবুল হাসান মৃধা, সহকারী শিক্ষক কামরুন্নাহার, নিপা, তন্নি ও জোনা সরকার প্রমূখ।
উল্লেখ্য যে, রায়পুরা প্রতিবন্ধী স্কুল ও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ও অভিভাবকদের বিনামূল্যে পাঠ্যবই গ্রুপ নির্নয় করা হয়।