ঢাকাWednesday , 21 September 2022
  • অন্যান্য

বিট্রিশ হাই কমিশনার রবার্ট ডিকসনের রায়পুরায় সফর

এম নূরউদ্দিন আহমেদ
September 21, 2022 12:02 pm । ৩০৪ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক পরিচালিত শিখন কেন্দ্র উদ্বোধন করতে নরসিংদীর রায়পুরা উপজেলা সফরে এলেন বাংলাদেশে নিযুক্ত বিট্রিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বুধবার দুপুরে রায়পুরা উপজেলা চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামে অবস্থিত শিশুদের শিক্ষালয় “শিখন কেন্দ্র” উদ্বোধন করেন তিনি।
এসময় তার সফর সঙ্গী ছিলেন এডুকেশন এডভাইজার এন্ড ডেপুটি টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রোগ্রাম ম্যানেজার মাহবুব ভুইয়া।
ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি গৎ. ঝযবষফড়হ ণবঃঃ. বাংলাদেশ কান্ট্রি অফিস চীফ অব এডুকেশন দীপা শংকর, চীফ অব ময়মনসিংহ ফিল্ড অফিস ওমর ফারুক, এডুকেশন অফিসার ময়মনসিংহ ফিল্ড অফিস মো. আমান উল্লাহ, এডুকেশন স্পেশালিস্ট শামীমা সিদ্দিকী, এডুকেশন অফিসার তানিয়া লাইজু সুমী ও একজন ফটোগ্রাফার।
রায়পুরা উপজেলা প্রশাসনের মধ্যে উপস্থিত থেকে সাবিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ মিয়া, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ।
শিখন কেন্দ্রে ১ম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের পাঠদান দেওয়া দেওয়া হয়। এ কেন্দ্রে দুটি শিফটে ৩০জন করে ৬০ জন শিক্ষার্থী পাঠদানে অংশ নেন। বিট্রিশ হাই কমিশনার কেন্দ্র উদ্বোধন শেষে কোমলমতি শিক্ষার্থীদেরকে বই উপহার দেন এবং তাদের সাথে কোশল বিনিময় করেন। পরে রায়পুরা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।