নরসিংদীর রায়পুরায় সেচ্ছাসেবী সংগঠন দান সংগঠনের উদ্যোগে এবং বারী ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আড়াই শতাধিক হতদরিদ্র রোগিদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ মে উপজেলার মহেষপুর ইউনিয়নে ঘাগটিয়া মুন্সিবাড়ি এলাকায় ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। সকাল ১০ ঘটিকা থেকে দিন ব্যাপি এ কর্মসূচি পালন করে।
জানা যায়, উপজেলার সেচ্ছাসেবী সংগঠন দান এর উদ্যোগে সেচ্ছাসেবী বারী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা এবং সিলেট থেকে আগত ৬সদস্য বিশিষ্ট ১টি মেডিক্যাল টিম এবং ৩০ এর অধিক সেচ্ছাসেবীর পরিশ্রমে আড়াই শতাধিক হত দরিদ্র রোগীদের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের এক সদস্য জানান, সবার সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণী অনুষ্ঠানের সফল ভাবে সম্পুর্ন করতে পেরেছি। আগামীতেও আরও বেশ কিছু সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছি।