নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ওয়ার্ড মেম্বার হাজী আব্দুল খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের সমর্থকদের মধ্যে টেঁটা যুদ্ধ সংঘটিত হয়েছে। এতে মফিজ নামের ষাটোর্ধ ১জন নিহত ও আহত হয়েছে আরও কমপক্ষে ১০জন।
বুধবার (১৩জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে চায়ের দোকানে একটি বাচ্চার’ খেলাকে কেন্দ্র গজারিয়া কান্দি কুন্দোইল্লার বাড়ীর মফিজ ও হাছোন্নার বাড়ীর খালেক হাজীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ টেঁটা যুদ্ধে লিপ্ত হন । পরে প্রতিপক্ষের টেঁটার আগাতে মফিজ উদ্দিন (৬০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা তুলাতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহত খলিলুর রহমান জানান, মূলত ঘটনা হচ্ছে নির্বাচনী সহিংসতার জের। আজকের এই ঘটনা একটা উছিলা মাত্র। বর্তমান মেম্বার হাজী খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। নিহত মফিজ মিয়া (৬০) দলীয় ভাবে সাবেক মেম্বার শাহ আলম গ্রুপের লোক ছিলেন।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, আছমা বেগম (৩৫), জয়নাল আবেদীন (৭০), খলিলুর রহমান (৬০), মঈনুদ্দিন (৫৫), জুনায়েদ (১৮)সহ ১০জন। তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।