জহির উদ্দিন নাসিম, রায়পুরা :
পূর্ব শত্রুতার জেড়ে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি মো: ইসমাইল হোসেন এর বাড়িতে প্রতিপক্ষের লোকজন ককটেল ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
নীলক্ষা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে রাজিবের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী ককটেল নিক্ষেপ ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিশটি বসত বাড়িতে ভাঙ্গচুর ও প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
অন্যদিকে কুলসুম আক্তার নামে একব্যক্তি বলেন, আমার ঘরে এসে আলমারি ভেঙ্গে প্রায় পাচঁলক্ষ টাকার মারামাল নিয়ে যায়। আমার স্বামী এখন সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
একই পক্ষের স্থানীয় এক দোকানদার বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে প্রায় ৩০-৩৫ জন লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে গ্রামের ভিতরে এসে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়তে থাকে, আমি উপায় না পেয়ে দোকান রেখে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, প্রায় সময়ই এলাকায় বহিরাগত লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে এসে ভাঙ্গচুর ও লুটপাট করে। অথচ তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার সত্তে ও আইনের ফাক ফুকুর দেখিয়ে জামিনে বেরিয়ে এলাকায় পূনরায় হামলা শুরু করে।
এদিকে হাতে আগ্নেয়াস্ত্র ও বালতিতে করে ককটেল নিয়ে ঘুরাফেরা করা দুই যুবকের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে।
উক্ত বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন এবিষয়ে পুলিশ অবগত আছে, থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, আটকও হয়েছে এবং পুলিশী টহল অব্যাহত রয়েছে।