নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) বিকালে আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলা যুবলীগ। উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ পাউন্ডের বিশাল আকৃতির কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী -৫ রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. ইউনূস আলী ভূইয়া, সহসভাপতি হাজী আব্দুস সাত্তার, ডা. মোগল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, বাবু প্রদীপ কুমার বিশ্বাস, মো. সেলিম মিয়া, অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মজনু মিয়া, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, সদস্য মো. ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম ভূইয়া, মো. জাকির হোসেন, মেজবাউল খন্দকার মিতুল, হাজী নাসির উদ্দিন, খোরশেদ আলম তপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন চাঁন মিয়া খাঁ প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম তুহিন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক মোমেনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি’র নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।