ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য

প্রধানমন্ত্রীর জন্মদিনে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও বৃক্ষরোপন

সাইফুল ইসলাম জুয়েল
September 28, 2022 6:12 pm । ২৭৯ জন
Link Copied!

রায়পুরায় (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়জন করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৮শে সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, মহিলা কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা তথ্য আপা, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন ভূইয়া ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগতাবৃন্দ উপস্থিত ছিলেন।