নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় স্থানীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৮৯ জন সুবিধা ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২এপ্রিল) দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সংসদ সদস্য উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঞা মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুইয়া, চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, বিআরডিবির চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জায়েদুল ইসলাম তুহিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টুটুলসহ স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মী ও সুবিধাভোগী নারী-পুরষ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, নরসিংদী- ৫, (রায়পুরা) আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু ঐচ্ছিক তহবিল থেকে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ৮৯’জন অস্বচ্ছল সুবিধাভোগীদের মাঝে ৪ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।