নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনির হোসেন ভূইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার হাসনাবাদ বাজারে এই সংবর্ধনা প্রদান করা হয়। হাসনাবাদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনির হোসেন ভূইয়া।
হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্রনেতা, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম ফজলুল করিম ফারুক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ একে এম রেজাউল করিম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভূইয়া, ডৌকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক লিটন, আমিরগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন প্রমূখ।