ঢাকাSaturday , 10 September 2022
  • অন্যান্য

নরসিংদী জেলা আ.লীগের সম্মেলন স্থান পরিদর্শন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে শনিবার (১০সেপ্টেম্বর) সকা‌লে আগামী ১৭ সেপ্টেম্বর শ‌নিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন সফল করতে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমন্বয় সভা ও ষ্টে‌ডিয়া‌মে সম্মেলন মঞ্চ ও মাঠের প্রস্তু‌তি সরজমিন পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামিলীগ কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
এসময় নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জিএম তালেব হোসেন, নরসিংদী -৩ আসনের সাংসদ জহিরুল হক মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামরুল ইসলাম কামরুল, বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।