রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
আসছে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষে প্রস্তুতি মূলক সভা করেছে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ।
আজ শনিবার দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান ইমান উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, সহ-সভাপতি হারুনুর রশিদ, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ আলী, চান্দেরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদব আব্দুল মতিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস. এম. ওওবাইদুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর ইসলাম, চান্দেরকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, মরজাল ইউপির সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, সাবেক ছাত্র নেতা এম এ রব সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।