ঢাকাTuesday , 2 May 2023
  • অন্যান্য

নরসিংদীর রায়পুরায় সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

সাইফুল ইসলাম জুয়েল
May 2, 2023 5:15 pm । ১৪৯ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও মেয়ের। নিহতরা হলেন- উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম ও তার শিশু সন্তান নিশি।

মঙ্গলবার (২’রা মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিশির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় টুম্পাকে দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টুম্পা বেগম সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তিনি মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহন তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যায়। আর টুম্পাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যূ হয়।