রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ফেব্রয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা নিবার্হী অফিসার রোজলীন শহীদ চৌধূরীর সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যার লায়লা কানিজ লাকি, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা নিবার্হী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।