নিজস্ব প্রতিবেদক :
“থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ” এই স্লোগানেকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৮ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী ইউনিয়ন প্রোগ্রাম (ওকাপ) ও ব্র্যাক এর যৌথ আয়োজনে উপজেলার পরিষদ মাঠে র্যালী বের করে। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, অভিবাসী কর্মী ইউনিয়ন প্রোগ্রাম (ওকাপ) জেলা প্রজেক্ট অফিসার মো সাব্বিরুজামান, উপজেলা সুপারভাইজার (ওকাপ) মো. তাইজুল ইসলাম সিহাব, ব্র্যাক রায়পুরা ফিল্ড অর্গানাইজার শরিফাসহ উভয় সংগঠনের সকল কর্মী ও বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা ও স্পাউসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।