ঢাকাFriday , 3 February 2023
  • অন্যান্য

নরসিংদীর মনোহরদীতে অটো-রিকশা চালকের হাত-পা বাঁধা লাশ মিলল কলাবাগানে

এম নূরউদ্দিন আহমেদ
February 3, 2023 11:03 am । ১৮৪ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে কলাবাগান থেকে পঞ্চ মনিদাস (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ফেব্রয়ারী) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পঞ্চ মনিদাস কোচেরচর ঋষিপাড়া গ্রামের নিয়ত মনিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়া করা অটোরিকশাটা নিয়ে বাড়ি থেকে বের হন পঞ্চ মনিদাস। রাতে বাড়িতে না আসায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি । শুক্রবার সকালের দিকে কীর্তিবাসদী গ্রামের এক নারী আলুখেতে কাজ করতে যান। এ সময় তিনি কলাখেতে হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তাঁর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং মনোহরদী থানায় সংবাদ দেন তাঁরা। পরে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভাড়ায় চালিত অটোরিকশাটি পাওয়া যায়নি।