নিজস্ব প্রতিবেদক ;
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২১জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে দেশব্যাপী ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি।
এ উপলক্ষ্যে নরসিংদী জেলার ৫ টি উপজেলায় মোট ২৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান রায়পুরা উপজেলায় উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিলাদি হস্তান্তর করেন।
সকলের সমঅধিকার নিশ্চিতকরণ ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবিস্মরনীয় ও সুচিন্তাপ্রসূত এই উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে নরসিংদী জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ ও সূক্ষ অনুসন্ধানের মাধ্যমে যোগ্যতা ও প্রয়োজনীয়তার নিরীখে উপকারভোগী নির্বাচন এবং তাদের জন্য গৃহ নির্মাণ ও হস্তান্তর সংক্রান্ত কার্যক্রমের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের জন্য প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী খোন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন, তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বুরহান উদ্দিন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।