ঢাকাThursday , 22 February 2024
  • অন্যান্য

নরসিংদীতে সড়কে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

এম আজিজুল ইসলাম
February 22, 2024 1:42 pm । ১৩৫ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইতালী প্রবাসী সহ পৃথক দূর্ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয় এবং মনোহরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়।

শিবপুরে নিহতরা হলো বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইটালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) ও একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া (৪৫) এবং মনোহরদীতে বাসের চাপায় নিহত মটোরসাইকেল আরোহীর নাম সোহাগ মিয়া।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন পর বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইটালী প্রবাসী ছেলে শাহ আলম (৬২) আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে। ঢাকার শাহজালাল ইন্টান্যাশনাল বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি নোহা মাইক্রোবাস নিয়ে বিমানবন্দর যায়। সেখান থেকে শাহ-আলমকে নিয়ে বি-বাড়িয়া ফেরার সময় সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুত্বর আহত হয় । পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইটালি প্রবাসী শাহআলমের মৃত্যু হয়।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দূর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারনা করা হচ্ছে অতিরিক্ত গতির কারনে দুইটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মারা যায়।