রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় সন্তানদের গলায় ছুরি ধরে গৃহবধূকে হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম’ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
রোববার (৬সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি শুরু হয়ে ঘন্টা ব্যাপী চলে।
এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংঘঠনের সমন্বয়ক শফিকুল ইসলাম শফিক, এমএ কাওছার আহাম্মেদ, একেএম মিলন, আতাউর রহমান, শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল মালেক, শামীম আহাম্মেদ, ফয়েজ, আলাউদ্দিন খন্দকার, সিরাজুল ইসলাম সালাম, খোকন মাষ্টার, মুছা মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই গৃহবধূকে দলবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার করাই থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং অতি দ্রুত বাকী আসামিদের খোঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান। এসময় বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উলেখ্য, ওই গৃহবধূ দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। তাঁর স্বামী এক বছর আগে বিদেশে যান। গত ২১ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে গৃহবধূ দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। আসামিরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই ওই গৃহবধূর হাত, মুখ গামছা দিয়ে বেঁধে সন্তানদের গলায় ছুরি ধরে তাদের সামনেই তাঁকে ধর্ষণ করেন। একজন সহযোগী হিসেবে ঘরের বাহিরে পাহাড়া দেয়। পরে অভিযুক্ত আসামিরা দৌড়ে পালিয়ে যান।