ঢাকাFriday , 28 October 2022
  • অন্যান্য

নরসিংদীতে সাংবাদিকদের নিয়ে পিআইবি’র প্রশিক্ষণ ও সনদ বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
October 28, 2022 4:51 pm । ২৫১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা এবং মানসম্পন্ন নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো দক্ষ করে তুলতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে নরসিংদী জেলার মনোহরদী, রায়পুরা,বেলাব ও শিবপুর উপজেলার ৩৫ জন সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে মনোহরদী উপজেলার নারান্দী মাটির বাসন রিসোর্টে চার উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাহ্ শেখ মজলিস ফুহাদ ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
এই কোর্সের প্রশিক্ষক ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিস প্রাক্তন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
চিপ নিউজ এডিটর (সিএনই) ও চ্যানেল আই অনলাইনের জাহিদ নেওয়াজ খান জুয়েল,নসিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
সমাপনী অনুষ্ঠানে বক্তাগন উপজেলা পর্যায়ে এমন সুন্দর আয়োজনের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ভূয়সী প্রশংসা করেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ জানান।