এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীতে ২৫ মার্চ সেই ভয়াল গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫মার্চ) সকালে নরসিংদী সদর মডেল থানায় জেলা পুলিশ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র যৌথ আয়োজনে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পু্লিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
এসময় নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখার সভাপতি আব্দু্ল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন সাহা মহাদেব, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও আত্যাগের কথা স্মরণ করেন। এসময় ২৫ মার্চ কালরাতে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ আত্মার শান্তি কামনা করা হয়।