ঢাকাFriday , 13 January 2023
  • অন্যান্য

নরসিংদীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর

এম নূরউদ্দিন আহমেদ
January 13, 2023 5:26 pm । ১৯১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 

নরসিংদীর রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন আওয়ামিলীগের কেন্দ্রীয় নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
শুক্রবার (১৩জানুয়ারী) সকালে উপজেলার হাঁটুভাঙা রেলগেইট সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে ৬ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন তিনি।

জানাগেছে, আওয়ামী লীগের দূর্দিনের কান্ডারী ত্যাগি, অসুস্থ নেতা-কর্মীদের মাঝে দ্রুততম সময়ে কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা কাওছার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬’লক্ষ ৪০হাজার টাকা আর্থিক অনুদান বরাদ্দ করেন।

উক্ত চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরকালে তার সাথে ছিলেন হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা. কবির হোসেন,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ুন কবির মনির, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এনায়েত উল্লাহ ভূইয়া,  বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, খন্দকার টিপু সুলতান, জজ মাহমুদ, মুকুল সরকার,  আমিরগন্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, মো. নূরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মেহবুবুল হক রিপন, মো. রাজিব, রফিকুল ইসলাম, মো. সিরাজ মিয়া, রাজনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।