নিজস্ব প্রতিবেদক :
রায়পুরায় প্রকাশ্য গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিরস্ত্র)/সাদেকুর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম, সর্ঙ্গীয় ফোর্স সহ ইং-০৯/০৮/২২ তারিখ ২১.০০ রায়পুরা থানাধীন নীলকুঠি বাসস্ট্যান্ড ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিন পাশে রাজধানী হোটেলের সামনে সাপমারা টু নীলকুঠী রাস্তার মুখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মো:সবুজ মিয়াকে ০১ (এক) টি পিস্তল,০৩ রাউন্ড গুলি সহ আটক করা হয়। পরবর্তীতে আসামী সবুজের দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র, গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে (০৯আগষ্ট ২২) রাত্রী ২১.৪৫ মিনিট রায়পুরা পূর্বপাড়া নিজ বাসার সামনের রাস্তার উপর হতে ধৃত করা হয়। আসামী সবুজকে জিজ্ঞাসাবাদে জানায় গত (০৫আগষ্ট ২২) সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় সে স্থানীয় মো: নাঈম মিয়া(২৬) পিতা-আলাউদ্দিন, সাং-থানাহাটি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদিকে রায়পুরা পূর্বপাড়া মক্কা-মদিনা দোকানের সামনে ঝগড়ার সময় হত্যার উদ্দেশ্য উদ্ধারকৃত অস্ত্র দ্বারা ০২ রাউন্ড গুলি করে। উক্ত বিষয়ে নাঈম বাদী হয়ে মো: সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানার মামলা নং-১৪, তারিখ-০৯/০৮/২০২২, ধারা-৩০৭/৩২৩/৫০৬ পেনাল কোড এর এজাহার দায়ের করে। অস্ত্র উদ্ধার সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও হত্যা চেষ্টা মামলার তদন্ত অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রায়পুরা পূর্ব পাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে মো. সবুজ মিয়া (৩৬), মৃত- সুলতান মিয়ার ছেলে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মো. মানিক মোল্লা (৪২)।
অস্ত্র গুলির বর্ননা:
(ক) ০১ (এক) টি কাঠের বাটযুক্ত সচল পিস্তল, যাহা বাটসহ লম্বা ৮ (আট) ইঞ্চি।
খ) ০৩ (তিন) রাউন্ড গুলি।