ঢাকাSunday , 6 November 2022
  • অন্যান্য

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধু খুন

এম নূরউদ্দিন আহমেদ
November 6, 2022 5:16 am । ২৭৮ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক আছে।

নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)। তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সুজন তার স্ত্রী লাভলী বেগমের পেটে ছুরিকাঘাত করলে সে গুরতর আহত হয়। পরে সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিকে কলহের জেরেই এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে দাবী করছে পুলিশ।