নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন সপ্তম বর্ষে পা দিলো। চ্যানেলটির বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
এতে, নরসিংদী ইনডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ ড. মো. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন এর জেলা প্রতিনিধি মো. মাজহারুল পারভেজ মন্টি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম মতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হৃদয় খান।
এসময়, নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক হলধর দাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশন এর স্টাফ রিপোর্টার আইয়ুব খাঁন সরকার, সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রনব কুমার দেবনাথ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, ডিবিসি নিউজ চ্যানেল এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, আর টিভির নরসিংদী উত্তর প্রতিনিধি লক্ষন বর্মন, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রমহান সহ জেলা/উপজেলা থেকে আগত সংবাদকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।