ঢাকাFriday , 17 March 2023
  • অন্যান্য

নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার
March 17, 2023 1:40 pm । ১৫২ জন
Link Copied!

এম নূরউদ্দিন আহমেদ  :

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে আজ সকলে ফুল দিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। জেলা প্রশাসন প্রাঙ্গনে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এর পরে একে একে আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর পর কেক কেটে কোমলমতি শিশুদের মিষ্টি মুখ করান জেলা প্রশাসক।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা।