ঢাকাMonday , 9 January 2023
  • অন্যান্য

নরসিংদীতে কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
January 9, 2023 5:14 pm । ১৯৮ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে মরজাল ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার (৯জানুয়ারী) দূপুরে কৃষক সমাবেশ এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহমিনা মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কৃষক-কৃষানী ও সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।