ঢাকাMonday , 15 May 2023
  • অন্যান্য

নরসিংদীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
May 15, 2023 12:14 pm । ১৩২ জন
Link Copied!

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীর রায়পুরায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জহিরুল ইসলাম।

সোমবার (১৫মে) দুপুরে উপজেলার আদিয়াবাদে ভূমি অফিস পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন এবং আশ্রয়ণ প্রকল্পে বসতি পরিবারগুলোর পরিবার প্রধান নারী ও পুরুষদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন সম্পর্কিত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। তার সফর সঙ্গী ছিলেন তার সি,এ আব্দুল্লাহ আল মাসুম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুম, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. আজগর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ও প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আশ্রয়ণ প্রকল্পে বসতি পরিবার সংখ্যা ১৬।