রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তকে হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু বাদ দিয়ে সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে নরসিংদীর রায়পুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিলটি রায়পুরা থানা রোডের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে গোলচত্বর সহ পৌরভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুণরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি হাজী সামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী শিপন মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আমীনুল ইসলাম শামীম, রায়পুরা থানার মুজাহিদ কমিটির মুফতি মোশাররফ হোসেন, ইসলামী যুব আন্দোলন রায়পুরা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন রায়পুরা শাখার সভাপতি এইচ এম নূরে আলম সিদ্দিকী, চৌধুরী ওমর ফারুক সহ আরো অনেকে।