ঢাকাMonday , 31 October 2022
  • অন্যান্য

দৈনিক যুগান্তর প্রেস কাউন্সিল পদক পাওয়ায় আনন্দ শোভাযাত্রা

সাইফুল ইসলাম জুয়েল
October 31, 2022 10:23 am । ৩১৯ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তর পত্রিকা প্রথম হওয়ায় নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩১শে অক্টোবর) সকালে যুগান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি প্রণয় ভৌমিক এর আয়োজনে রায়পুরা উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রার বের হয়ে রায়পুরা প্রেসক্লাবে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মো: শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ পলাশ, ক্রিয়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, সদস্য বিনা আক্তার, আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।