নিজস্ব প্রতিবেদক :
“সড়কে আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আসন্ন পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা অংশে যান চলাচল স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অদ্য উক্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
এ সময় রাস্তার পাশে বসা অস্থায়ী বাজার অপসারণ করা হয় এবং সড়কে থ্রি হুইলার যানবাহনকে বিধিনিষেধ ভঙ্গের দায়ে অর্থদণ্ড প্রদান করেন তিনি।
এতে উপজেলা প্রশাসন, রায়পুরা; রায়পুরা থানা পুলিশ; হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।