ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
March 8, 2023 6:18 pm । ১৭০ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ মার্চ) সকাল থেক দিনব্যাপী অত্যন্ত বর্নিল সাজের মধ্য দিয়ে বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে তোলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়াবীদদের শপথ পাঠ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রুহুল আমিন সায়েম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

অনুষ্ঠানে রায়পুরা পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, অলিপুরা ইউপি চেয়ারম্যান ও রায়পুরা চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, মির্জানগর ইউপি চেয়ারম্যান আলহাজ বশির উদ্দিন সরকার রিপন, রায়পুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, সহ স্থানীয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।