ঢাকাThursday , 29 December 2022
  • অন্যান্য

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় শ্রীরামপুর মডেল স্কুলে অদম্য সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
December 29, 2022 1:30 pm । ২৫৮ জন
Link Copied!

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদী রায়পুরায় শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় অদম্য সম্মাননা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা সরকারী কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির ডব্লিউ, পিটিআই এর সুপারেন্টেড মুক্তাদির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইস্ট্রাক্টর মোহাম্মদ আবু সাঈদ, সহকারী শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন, রায়পুরা সরকারি কলেজের অধ্যাপক শামিমা শিমু, সেরাজনগর এমএ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর অহিদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আক্তার হোসেন,  মো. রমজান আলীসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় প্রধান অতিথি, শিক্ষক মন্ডলী ও অভিভাবক প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক তুলেদেন প্রতিষ্ঠানের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।