ঢাকাSunday , 4 September 2022
  • অন্যান্য

জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় ফরম বিক্রি শুরু

এম নূরউদ্দিন আহমেদ
September 4, 2022 3:48 pm । ৩০৫ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১জেলা এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টায় দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

প্রথম ধাপের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ১৪৭ প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। অন্যদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের জন্য প্রথম দিনে ৪জন প্রার্থী নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। উভয় মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা।

রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে প্রথম দিনে বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে তাদেরকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশপাশের এলাকা। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সমর্থন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামীলীগ নেত্রী লায়লা কানিজ লাকি। আবার নতুন মুখ হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এর নামও শুনা যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মুখে।

৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে। আগামী ১০ সেপ্টেম্বর শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। ওই দিনের বৈঠকেই চূড়ান্ত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।