ঢাকাWednesday , 12 October 2022
  • অন্যান্য

জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে চেয়ারম্যান ফোরামের মতবিনিময়

এম নূরউদ্দিন আহমেদ
October 12, 2022 11:38 am । ৩৮৭ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান ফোরাম। দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর নির্দেশক্রমে উপজেলার মরজাল ওয়ান্ডার পার্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল মতিন ভূঁইয়াকে বিজয়ী করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন বাচ্চু, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীসহ সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।