রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে জাতীয় শোকদিবস উপলক্ষে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই আগষ্ট মঙ্গলবার দুপুরে সায়দাবাদ ফেরীঘাট সংলগ্ন এলাকায় উক্ত গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমান উদ্দিন ভূইয়া।
এসময় উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য হাসান জামিল বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।