ঢাকাTuesday , 1 November 2022
  • অন্যান্য

জাতীয় যুব দিবসে রায়পুরায় র‍্যালী আলোচনা সভা ও চেক বিতরণ

সাইফুল ইসলাম জুয়েল
November 1, 2022 11:20 am । ২৪০ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“প্রশিক্ষিত যুব, উন্নত দশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পূনরায় পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) মিরাজ ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল উল্লাহ, মোশারফ হোসেন, সিরাজুল ভুইয়া, বেসরকারী সংস্থা পিডিএস এর পরিচালক মো. তাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে সেরা সংগঠককে সম্মাননা ক্রেস্ট, ৮জনকে সাড়ে পাচ লাখটাকার ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকিটে প্রদান করা হয়।