নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছে কক্সবাজার জেলা বিএনপি।
ঘোষিত কমিটিতে আহবায়ক করা হয়েছে কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌঃ কে।
এদিকে কমিটি ঘোষিত হওয়ার পর থেকে বিএনপির তৃনমুল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে আহবায়ক শাহজাহান চৌঃ কে নিয়ে। তৃনমুলের অভিযোগ নতুন আহবায়কের সাথে সরকার দলের সখ্যতা রয়েছে। যার ফলে ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে শাহজাহান চৌঃ কোন ভূমিকা রাখতে পারবে না। এদিকে কমিটি ঘোষিত হওয়ার পর থেকে চকরিয়া -পেকুয়ার সাংসদ জাফর আলম এমপির সাথে সস্ত্রীক আহবায়ক শাহজাহান চৌঃর একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায় এমপির সাথে একান্ত আলাপে আহবায়ক শাহজাহান চৌঃ ও তার স্ত্রী।
এদিকে নবনির্বাচিত আহবায়ক শাহজাহান চৌঃ কে নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং থেকে কলকাটি নেড়ে চকরিয়া তে সরকার দলের সহযোগী একজন কে বিএনপির আহবায়ক বানিয়ে দিয়েছে। যা কোন মতে কাম্য নয়। তিনি যোগ করে বলেন সামনের আন্দোলন সংগ্রামে তাকে খুজে ও পাওয়া যাবে না।
পূর্বের কমিটির এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার জেলা বিএনপি কে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। যার সর্বশেস উদাহরণ আওয়ামী লীগ পন্হী শাহাজাহান চৌঃ কে উপজেলা বিএনপির আহবায়ক বানিয়ে।
তিনি যোগ করে বলেন এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করার জন্য আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর আবেদন করব। একই সাথে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌঃ ও সাঃ সম্পাদক শামীম আরা স্বপ্নার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে হাই কমান্ডে অভিযোগ জানাব।
হাই কমান্ড অবিলম্বে কোন ব্যবস্থা না নিলে আমরা চকরিয়ার তৃনমুল বিএনপি এই পকেট কমিটির বিরুদ্ধে সর্বাত্নক আন্দোলন গড়ে তুলব।