নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। সেই সাথে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। আমাদের উচিৎ আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করা। শুক্রবার রায়পুরা উপজেলার পৌর এলাকায় আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তিতা কালে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. জামাল মোল্লার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলুল হক ফকিরের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী আ.লীগ নেত্রী লাইলা কানিজ লাকি।
এসময় রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ডব্লিউ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন প্রমুখ।