রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদে অবস্থিত এম.আর. ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে গোল্ডেন এ প্লাস পাওয়া ৭০ জনকে,সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ১৭ জনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান ও নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়াও ১০৭ নতুন শিক্ষার্থীদেরকে ফুলের গাছ দিয়ে বরণ করা হয়।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন পারফরমেন্স শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে এম.আর.মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেকড় সন্ধানি লেখক ও গবেষক- ফখরুল হাসান।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-শিক্ষানুরাগী রাসেল খন্দকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তরুণ সমাজসেবক- এস আলম,নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বি.এম সেলিম,সফিক পাঠান,ছাবিকুন্নার শিমুল,ফারদিন ভূইয়া,আলমগীর হোসেন খোকা,মো: আয়ুব ও সুমন প্রমুখ।
তাছাড়াও সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেনের উপস্থাপনায় হীরা পাঠানোর সঞ্চালনায় এ সময় এলাকার শিক্ষাবান্ধব গণ্যমান্য ব্যক্তিগণ ও ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি খাতে বিশেষ অবদান রাখায় তৃণমূল কৃষকদের অনুপ্রাণিত করার জন্য পাঁচজন কৃষককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
এই বিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষার্থী ও অভিভাবক এই কৃতি শিক্ষার্থী ও সংবর্ধনা অনুষ্ঠানকে আলোকিত এবং সফল করেন। অনুষ্ঠান কে সুন্দর মনোরম করার জন্য শিশু শিক্ষার্থীদের গজল, কবিতা, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে সকলকে মুগ্ধ করেন। স্কুল প্রতিষ্ঠাতা এম.আর.মামুন প্রতি বছরই শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত করার জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেন।