নিজস্ব প্রতিবেদক :
“দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন দর্শনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিশ্ব নেতৃত্বের আসনে ” এই স্লোগানকে সামনে রেখে ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারক, টাঙ্গাইলের কালিহাতি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫জুন) কালিহাতি আরএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০ঘটিকা থেকে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এড. মো. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও নরসিংদী -৫, রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
কালিহাতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মালেক ভূইয়ার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি জোয়াহেরুল ইসলাম এমপি।
বক্তব্য রাখেন টাঙ্গাইল -৪, কালিহাতি ১৩৩, এর নির্বাচিত সাংসদ মো. হাছান ইমাম খান সোহেল হাজারী।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আবারও মোজাহারুল ইসলাম তালুকদারকে নবনির্বাচিত সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।