নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুকে প্রধান উপদেষ্টা করে পৌর মেয়র জামাল মোল্লাকে সভাপতি ও আব্দুল মোতালিব ভেন্ডারকে সাধারণ সম্পাদক করে রায়পুরা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসার ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানকে সভাপতি ও সাংবাদিক মেহেদী হাসান রিপনকে সাধারণ সম্পাদক করে থানা জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার মান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাবে নতুন এ কমিটি। এসময় এলাকাবাসীকে পাশে থাকার আহবান জানান তাঁরা।
পৌর মেয়র জামাল জামাল মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক মেহেদী হাসান রিপনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, আব্দুল মোতালিব ভেন্ডার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, সালাহ উদ্দিন আহমেদ আদিল, প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মাসুদ, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ইদ্রিস আলী মুন্সি, মো. মনিরুজ্জামান, থানা জামে মসজিদের কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল সেন্টু, পৌর কাউন্সিলর এলাহী, শাহেদ আলী ভুট্টো, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, মো. জাকির হোসেনসহ আরো অনেকে।
পরে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর ও উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।