এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে রায়পুরা সরকারি কলেজ শাখা
রবিবার (১১জুন) সকালে রায়পুরা সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেইটসহ শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদ হানিফ, সিনিয়র সহ সভাপতি মেহেদি হাসান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সহসভাপতি এস এম রাসেল, জাবেদ মিয়া, রহমতুল্লাহ, সাইদুজ্জামান ইমন, আফরিন রাহুল, সাংগঠনিক সম্পাদক শাকিল সরদার, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসাউল্লা পলাশ, সাংঠনিক সম্পাদক পারভেজ নিলয়সহ কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তাগন অনতিবিলম্বে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি ও তার ছেলে রাজিব আহমেদ পার্থ’র কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান। অন্যথায় দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুমকি দেন তারা।
উল্লেখ যে, গত ৭জুন (বুধবার) রাধানগর ইউনিয়ন তৃনমুল আওয়ামী লীগের ব্যানারে বক্তৃতাকালে মরজাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা স্থানীয় এমপি ও তার ছেলের তীব্র সমালোচনা করেন।