নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এমএফ আইডিয়াল হাইস্কুলের দুটি অফিস কক্ষের দরজা খুলে ব্যবহৃত আসবাবপত্র ভাঙ্গচুর ও নগদ ১৭হাজার টাকাসহ চুরির ঘটনা ঘটেছে। এই সময় চোরেরা স্টিলের আলমারীতে রাখা শিক্ষার্থীদের ৩৪টি রেজিস্ট্রেশন কার্ড ও আটান্নটি সনদপত্র চুরি করে নিয়ে গেছে। কর্তৃপক্ষের ধারনা প্রতিহিংসা পরায়ন হয়ে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।
স্কুলের প্রধান শিক্ষক এস এম বিপ্লব জানান, শনিবার প্রতিদিনের ন্যায় স্কুুল বন্ধ করে বাড়ীতে চলে যায়। আজ সকালে দপ্তরির মাধ্যমে খবর পেয়ে স্কুলে ছুটে এসে দুটি কক্ষে ভাংচুর ও লন্ডভন্ড দেখে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ সাহেবকে খবর দিই।
পরে চেয়ারম্যান এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এসএম বিপ্লব আরও জানান, এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার ধারনা এটা চুরির কোন ঘটনা নয়, এটি প্রতিষ্ঠানের প্রতি প্রতিহিংসা পরায়ণ, এটি দুর্বৃত্তদের কাজ।
উল্লেখ্য,গত দু বছর আগে রাতের আঁধারেও শতাধিক ফুলের চারা গাছ কেটে ফেলে ছিলো দূর্বৃত্তরা।