এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান লাইলা কানিজ লাকি ‘কে ফুলেল শুভেচছা জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর।
বুধবার (২২মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ডাঃ প্রকাশ চন্দ্র সরকার ( আরএমও), আতিকুজ্জামান ফরাজী ( প্রধান সহকারী), এসএসএন, মিডওয়াইফ, সেলিনা আক্তার (এমটিইপিআই), গোলাম মোস্তফা (এসআই), আব্দুল ওয়াদুদ এইচআই (ইনচার্জ), এইচআই,এএইচআই, সিএইচসিপি,এইচএ,এমএইচভি।
শুভেচ্ছা বিনিময়ের পর চেয়ারম্যান হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই সব সমস্যা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি হাসপাতালে সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সেবার বিষয়ে আরোও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।