বিশেষ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজন ও নান্দনিক পরিবেশে বুধবার দিনব্যাপি নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহ্-ইয়া ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল মন্ত্রী ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জানিয়ার নূরুল ইসলাম, রায়পুরা উপজেলা চেয়ারমান ফোরামের সভাপতি আল-আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোগল হোসেন, মির্জানগর, চরসুবুদ্ধি, ডৌকারচর, রায়পুরা, উত্তর বাখরনগর ও পাড়াতলী ইউপি চেয়ারম্যান যথাক্রমে বশির উদ্দিন সরকার রিপন, হাজী মো. নাসির উদ্দিন, মাসুদ ফরাজী, মো. ফারুক হোসেন আলী, হাবিবুল্লাহ হাবীব ও ফেরদৌস কামাল জুয়েল।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগণ ছাড়াও প্রাক্তন ছাত্র ও সর্বস্তরের সুধীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আলী ভূঁইয়া, নান্নু মেম্বার, হাজী শাহআলম ভৃূূঁইয়া, আল-আমিন ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া জুয়েল, মো. আবু তাহের, মো. রমিজ উদ্দিন, মো. মোক্তার হোসন, আবুল কালাম ভূঁইয়া, মো. কালা মিয়া, মো. মজনু ভূঁইয়া, মো. খালেকুজ্জামান, মোস্তাকিমা আক্তার, আবদুল মান্নান, ডা. হাবিবুর রহমান, মো. সোহেল মোল্লা, মনির উদ্দিন ভূঁইয়া মিন্টু, আবুল কাশেম খাঁন, হারিছ মেম্বার, মো. কামাল হোসেন, মহসিন মেম্বার, তোফাজ্জল মেম্বার, আলতাফ হোসেন, সাংবাদিক মাজেদুল ইসলাম ও ফরিদ মিয়া প্রমূখ।
প্রতিযোগিতায় প্রতিযোগীদের মার্চপাষ্ট, ক্রীড়াশৈলী ও আকর্ষনীয় ডিসপ্লে অতিথি ও অগণিত দর্শকদের হৃদয় কাড়ে।
ক্রীড়াপ্রতিযোগিতা পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইউসুফ নবী। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন সহকারি শিক্ষক নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মাধূরী বেগম। খেলা শেষে বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।