ঢাকাThursday , 27 October 2022
  • অন্যান্য

আশুলিয়ায় পাঁচ নারী ছিনতাইকারী আটক

এম নূরউদ্দিন আহমেদ
October 27, 2022 4:51 pm । ২৪১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

সাভারের (ঢাকা) আশুলিয়ায় যাত্রীবেশে লেগুনায় উঠে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পরেছে পাঁচ নারী ছিনতাইকারী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত পাঁচ নারী আসামিদের পুলিশ প্রহরায় ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী যাত্রী সাহিদা বেগম।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মোসা. লাল চাঁন (২০), তাসলিমা আক্তার (৪৫), নাসিমা আক্তার (২৪), জরিনা আক্তার (৩৫) ও হবিগঞ্জের মাধবপুরের সেবিনা আক্তার (৩৫)। তারা সবাই গাবতলী এলাকার বস্তির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর থেকে বাইপাইলের উদ্দেশে যাওয়ার জন্য লেগুনায় ওঠেন সাহিদা বেগম। এরপর সামনের স্ট্যান্ড সরকার মার্কেট থেকে গ্রেফতার পাঁচ নারীও লেগুনায় ওঠে। পরে জামগড়া মোড় এলাকায় পৌঁছলে তারা সাহিদা বেগমকে কৌশলে ঘিরে ধরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় সাহিদা বেগম চিৎকার করলে অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লেগুনাসহ তাদের আশুলিয়া থানায় নিয়ে আসে।

এ ব্যপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী সাহিদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।