ঢাকাSaturday , 3 September 2022
  • অন্যান্য

আমি গর্ববোধ করি, আমাদের একজন শেখ হাসিনা আছে; – অ্যাড. কাওছার

সাইফুল ইসলাম জুয়েল
September 3, 2022 12:50 pm । ১১৪৭ জন
Link Copied!

প্রতিনিধি রায়পুরা :

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাজার সংলগ্ন মাঠে শনিবার (৩সেপ্টেম্বর) সকালে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের ৪বারের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এনায়েত উল্লাহ ভূইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফুল মিয়া, সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, খোন্দকার টিপু সুলতান, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, ইউপি সদস্য সাইফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ, সহসভাপতি মো. রহিছ মিয়া, কাজী জসিমউদদীন, সাবেক ছাত্রনেতা মেহবুবুল হক রিপন, পাপন মেম্বার, মুছা ভূইয়া, মো. রাজিব, রফিকুল ইসলাম, রাজনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কাওছার এলাকাবাসীকে কোন ভায়ের লোক না হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশরত্ন শেখ হাসিনার লোক হওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, আমি গর্বিত এইজন্য যে, আমাদের একজন শেখ হাসিনা আছে। আমি এমপি হলাম কি হলাম না সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো দেশরত্ন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হতে হবে।